• Monday, December 30, 2024

সরকারি চাকরীতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ

  • Apr 22, 2018

Share With

সরকারি চাকরীতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে বৃহস্পতিবার  চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধারা।
বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপি চলা মানববন্ধন কর্মসুচিতে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরাও অংশ নেন। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক সদর উপজেলার সাবেক চেয়ারম্যান রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি এ্যাড. আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, মোস্তাক আহম্মেদ, আলফাজ উদ্দীন। বক্তারা সংস্কারের নামে আন্দোলন ও সংহিসতার কঠোর সমালোচনা করেন এবং ৬ দফা দাবি উত্থাপন করেন।পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান