• Friday, March 14, 2025

সাংবাদিকতার মানোন্নয়নে গবেষণা কার্যক্রম বাড়াতে হবে- তথ্য উপদেষ্টা

  • Mar 13, 2025

Share With

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সাংবাদিকতার মানোন্নয়নে গবেষণা কার্যক্রম বাড়াতে হবে। এজন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশকে (পিআইবি) সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। এর পাশাপাশি পিআইবিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে হবে।

বুধবার (১২ মার্চ) ঢাকায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, পিআইবি সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করছে। তিনি পিআইবির উন্নয়নে সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরির জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। উপদেষ্টা পিআইবির কার্যক্রম বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ ও ইনস্টিটিউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার পর উপদেষ্টা পিআইবিতে জুলাই শহিদ সাংবাদিক কর্নারের উদ্বোধন করেন।