• Friday, January 24, 2025

সাংবাদিকদের প্রীতি মিডিয়া ক্রিকেট ম্যাচে রাজশাহী গ্লাডিয়েটরের জয়

  • Feb 09, 2019

Share With

সাংবাদিকদের প্রীতি মিডিয়া ক্রিকেট ম্যাচে চাঁপাইনবাবগঞ্জ চ্যালেঞ্জারকে তিন উইকেটে হারিয়েছে রাজশাহী গ্লাডিয়েটর।

শুক্রবার সকালে রাজশাহীতে অনুষ্ঠিত এই খেলার উদ্ধোন করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ। টসে জিতে চাঁপাইনবাবগঞ্জ চ্যালেঞ্জারকে প্রথমে ব্যাট করতে পাঠায় রাজশাহী গ্লাডিয়েটর। খেলার শুরুতেই ১৩ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টিম চ্যালেঞ্জার। পরে দলের অধিনায়ক শাকিলের ৪৬ রানের ব্যাটিং নৈপুণ্যে নির্ধারিত ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকরা। জবাবে ব্যাট করতে নেমে ১৩ ওভার ৩ বলে ৭ ইউকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় রাজশাহীর সাংবাদিকরা। খেলায় ম্যাচ অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রাজশাহী গ্লাডিয়েটরের খেলোয়ার সুমন।

খেলা শেষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার খেলোয়ারদের মাঝে ক্রেস্ট তুলে দেন। এসময় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক তানজিমুল হক, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, চাঁপাই চিত্রের সম্পাদক কামাল উদ্দিন, গৌড় বাংলার সম্পাদক ও রেডিও মহানন্দার প্রধান নির্বাহী হাসিব হোসেন, চাঁপাইনবাবগঞ্জ চ্যালেঞ্জারের প্রধান নির্বাচক সাংবাদিক নাসিম মাহমুদ উপস্থিত ছিলেন।