সাংবাদিক মারধরের ঘটনায় কেউ জড়িত থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে : রাব্বানী
- Aug 06, 2018
ছাত্রলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, আন্দোলনরত শিক্ষার্থী ও পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ছাত্রলীগ বা আওয়ামী লীগের কেউ টোকাও দেয়নি। বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি- ছাত্রলীগের কোনো ইউনিট দেশের কোথাও হামলা চালায় নি। গতকাল যখন আন্দোলনকারীরা সীমা অতিক্রম করেছে, আওয়ামী লীগের পার্টি অফিসে হামলা করেছে, তখন আমরা এর প্রতিরোধ করেছি।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন সংলগ্ন আইবিএ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদর এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রামদা ও লাঠিসোটাসহ পুলিশের সঙ্গে সহাবস্থানে থেকে আন্দোলনকারী ও সাংবাদিকদের মারধর করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রলীগের সভাপতিকে নিয়ে গতকাল (রোববার) আমি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। প্রোগ্রাম শেষ করে আমরা যখন ল্যাবএইড ক্রস করি, বিনা উসকানিতে অপরপ্রান্ত থেকে কিছু স্কুল–কলেজ ড্রেস পরা; যাদের প্রত্যেকের হাতেই অস্ত্র–সস্ত্র ছিল তারা ছাত্রলীগের ওপর আক্রমণ করে। এ সময় আমাদের বহনকারী গাড়িতে আঘাত লেগে কাঁচ ভেঙে গেছে। তিনটা বাইক জ্বালিয়ে দেয়া হয়।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগের কেউ সেখানে ছিল না। আমরা নিজেরাই আক্রান্ত হয়েছি। ছাত্রলীগের কেউ আক্রমণে ছিল না। অনেক অনুপ্রবেশকারী থাকতে পারে যারা আমাদের মধ্যে মিশে আমাদেরকে বিতর্কিত করতে চায়। যদি এমন কেউ অনুপ্রবেশকারী থাকে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। জননেত্রী শেখ হাসিনা কখনই এগুলো বরদাস্ত করবেন না। এই ছাত্রলীগ শেখ হাসিনার ছাত্রলীগ, তারা কখনও অন্যায়কে প্রশ্রয় দেবে না।
গণমাধ্যমে ছবি আছে সাংবাদিকদের এমন মন্তব্যে তিনি বলেন, যদি ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকে আমরা খোঁজ নিয়ে সত্য প্রকাশ করব এবং তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।