• Friday, January 24, 2025

সাংবাদিক ইমতিয়ার ফেরদৌস সুইটের দাফন সম্পন্ন

  • Aug 15, 2019

Share With

দৈনিক কালের কণ্ঠ ও গাজী টেলিভিশনের (জিটিভি) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ‘ইমতিয়ার ফেরদৌস সুইট’ অকালেই চলে গেলেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল পৌনে ৭টার সময় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৩৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যাতে ভুগছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন জেলখানা মোড় দাউদপুর রোডের মরহুম বদর উদ্দিনের বড় ছেলে সুইট মৃত্যুকালে মা, স্ত্রী, এক শিশুসন্তান, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য ইমতিয়ার ফেরদৌস সুইটের জানাজার নামাজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় খালঘাট সেন্ট্রাল ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য হারুনুর রশীদ, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সাবেক পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি এরফান আলী, দৈনিক চাঁপাই দৃষ্টির সম্পাদক, মরহুম সুইটের প্রতিবেশী এমরান ফারুক মাসুম, মরহুম সুইটের ছোটভাই ইমতিয়াজ মাসরুর কুইক।

সাংবাদিক ইমতিয়ার ফেরদৌস সুইটের জানাজায় অন্যান্যদের মধ্যে অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক শহিদুল হুদা অলক, জেলা প্রেসক্লাবের সভাপতি  জাফরুল আলম ও সাধারণ সম্পাদক রফিকুল আলম, সিটি প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের সভাপতি সাজেদুল হক সাজু ও সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম ইমন, দৈনিক চাঁপাই চিত্রের সম্পাদক কামাল উদ্দিন, দৈনিক গৌড় বাংলার সম্পাদক ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএমের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, দৈনিক চাঁপাই দর্পনের সম্পাদক আশরাফুল আলম রঞ্জু প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর খবরে শোকাহত হয়ে পড়ে জেলার সাংবাদিক সমাজ। মৃত্যুর খবর পেয়ে শুভাকাঙ্খীরা ছুটে যান সুইটের বাড়িতে। সান্তনা দেন তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের। সমবেদনা জানাতে বাড়িতে যান সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদসহ অনেকেই।