• Saturday, December 21, 2024

সাংবাদিক নদী হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক সমাজের মানববন্ধন

  • Sep 01, 2018

Share With

আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সাংবাদিক সূবর্ণা নদীকে নৃসংশভাবে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক সমাজ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করেছে। এ মানববন্ধনে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক সামসুল ইসলাম টুকু, আনোয়ার হোসেন দিলু, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মাহবুবুল আলম, সিটি প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের সভাপতি মো. সাজেদুল হক সাজু, সাধারণ  সম্পাদক মাহবুবুল ইসলাম ইমন, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, আনন্দ টিভি’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, জাকির হোসেন পিংকু, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ, রেডিও মহানন্দার সংবাদকর্মী সোনিয়া শীল প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক নিপিড়ন ও হত্যা এ দেশে মোটেও কাম্য নয়। আর বিভেদ নয়, এখন আমাদের সময় এসেছে এক মঞ্চে দাঁড়াবার। অবিলম্বে সাংবাদিক সূবর্ণা নদীর অন্যান্য আসামীদের দ্রত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।