• Tuesday, December 31, 2024

সাধারণ পাঠাগার কমিটির সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

  • Sep 26, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী সাধারণ পাঠাগারের নির্বাহী কমিটির সাথে জেলা প্রশাসক এজেডএম নূরুল হকের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কক্ষে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক মো. তৌহিদুর রহমানের নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের প্রতিনিধি নইমুল বারী, অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, সহ-সম্পাদক অলিউল ইসলাম ওলি, আজীবন সদস্য আসলাম কবীর, পাঠাগারের গ্রন্থগারিক সোলাইমান কবীর প্রমুখ।

এ-সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসরুবা ফেরদৌসসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন।