• Friday, January 24, 2025

সাবেক আইজিপি ড. এনামুল হকের গ্রন্থ ‘অ্যা পোর্ট্রেট ইন রিফ্লেকশনস’র প্রকাশনা উৎসব

  • Dec 15, 2024

Share With

সাবেক আইজিপি ড. এম. এনামুল হকের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অ্যা পোর্ট্রেট ইন রিফ্লেকশনস’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম।

ড. এম. এনামুল হক বলেন, সত্য কথা বলার চেয়ে বড় কাজ কিছু নেই। তিনি পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

নিজের লেখা বই সম্পর্কে তিনি বলেন, ‘বইটিতে আমার পরিবার, চাকরি জীবনের নানা ঘটনা এবং দেশে-বিদেশের বিভিন্ন স্মৃতি তুলে ধরা হয়েছে।’

সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, বইটিতে এনামুল হক স্যার তার কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরেছেন। তিনি অনেক সাফল্যের কথা বলেছেন, দুঃখের কথা বলেছেন। বইটি পড়লে আমরা উপকৃত হবো।

লেখকের সহকর্মী ও পরিবারের সদস্য, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিগণ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন। বইটি প্রকাশ করেছে ‘অতঃপর প্রকাশনী’ ।