• Saturday, December 21, 2024

সামাজিক-সাংস্কৃতিক সংগঠন  ‘দিয়াড়’ এর কার্যনির্বাহী কমিটি গঠিত

  • Oct 07, 2018

Share With

স্টাফ রিপোর্টার : সামাজিক-সাংস্কৃতিক সংগঠন  ‘দিয়াড়’ এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।গত ৬ অক্টোবর শনিবার রাতে ঢাকার আগাড়গাঁয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ সেমিনার হলে  সর্ব-সম্মতিক্রমে আপেল আব্দুল্লাহকে সভাপতি এবং মুখলেসুর রহমান মুকুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট ‘দিয়াড়’ এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

কার্যনিনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন সাবেক রাষ্ট্রদূত কামাল উদ্দিন। নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন কৃষিবিদ গোলাম মোস্তফা এবং ডেইলি ষ্টারের ডেপুটি এডিটর সাংবাদিক ছটিক মাহমুদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব, কবি আপেল আব্দুল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুসদের ডিন প্রফেসর আলপ্তগীন তুষার, পানি উন্নয়ন বোর্ডের সচিব আব্দুল খালেক, তেজগাঁ সরকারি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা, সাংবাদিক আনোয়ার হক, লেখক ও গবেষক সাব্বির আহমদ, প্রকৌশলী হারুনুর রশিদ, সুজাতুল আলম কল্লোল, শরিফা আক্তার রুমি, আজাদ সোহেল প্রমুখ ।