• Friday, January 24, 2025

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্ম উপদেষ্টা

  • Aug 13, 2024

Share With

দেশে সংখ্যালঘু সম্প্রদায় নানাভাবে আক্রান্ত হচ্ছে। এর মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সরকার নেবে।

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা অধ্যাপক আ ফ ম খালিদ হোসেন সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব হুঁশিয়ারি দিয়েছেন।

খালিদ হোসেন বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায় নানাভাবে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। তাঁদের মন্দির, উপাসনালয়, ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে এক শ্রেণির দুর্বৃত্ত লুট ও নৈরাজ্য সৃষ্টি করে সরকারকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তা ছাড়া এ–সংক্রান্ত কিছু গুজব প্রচারের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য নষ্ট করার অপচেষ্টা চলছে।’

সংখ্যালঘুদের ওপর এ ধরনের সহিংসতা নিন্দনীয় উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, ‘এক মাস ধরে অনেক মাদ্রাসাশিক্ষার্থীসহ সাধারণ ছাত্র-জনতা রাত জেগে সংখ্যালঘুদের উপাসনালয় ও বাড়িঘর পাহারা দিচ্ছেন। আমরা আশা করব, ভবিষ্যতেও তাঁরা এ ধরনের কাজ অব্যাহত রাখবেন।’

সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সাধারণ মানুষের জান-মাল ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে খালিদ হোসেন বলেন, ‘যারা দুর্বৃত্তপনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দেশের সব ধর্মীয় পক্ষ সহিষ্ণুতার পরিচয় দেবে, এমন আশা প্রকাশ করে ধর্ম উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ জাতিগত ও ধর্মীয়ভাবে সম্প্রীতি ও সৌহার্দ্যের দেশ। এটি আমাদের সব সময় ধরে রাখতে হবে। তা না হলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।’