• Monday, July 7, 2025

সীমান্তে বিএসএফের আগ্রাসন মেনে নেওয়া হবে না: চাঁপাইনবাবগঞ্জে নাহিদ ইসলাম

  • Jul 06, 2025

Share With

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সীমান্তে বিএসএফের আর কোনও আগ্রাসন বরদাশত করা হবে না।’

রবিবার (৬ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এক পথসভায় তিনি এই মন্তব্য করেন। শহরের জুলাই আন্দোলনস্থল শান্তি মোড় থেকে বের হওয়া জুলাই পদযাত্রা শেষে এ পথসভার আয়োজন করা হয়।

এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘বিএসএফ সীমান্তে অনেক বাহাদুরি দেখিয়েছে, হামলা চালিয়েছে, গ্রেনেড নিক্ষেপ করেছে। এসব এখন আর সহ্য করা হবে না। যদি সীমান্তে আবারও আগ্রাসন হয়, তাহলে আমরা লংমার্চ করবো, নিজেদের সীমান্ত নিজেদেরই রক্ষা করতে হবে।’

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘গণ–অভ্যুত্থানের পর আমরা একটি নতুন বাংলাদেশ চেয়েছি। আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি। গণহত্যাকারীদের বিচার চেয়েছি। আমরা এসেছি জুলাই গণ–অভ্যুত্থানের বার্তা নিয়ে। যে বার্তা একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য আমাদের স্বপ্ন দেখায়, যে বার্তা একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায়, আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি।’

চাঁপাইনবাবগঞ্জবাসীর উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ আমাদের সীমান্ত প্রতিরোধের প্রতীক। চাঁপাইনবাবগঞ্জ মানে সীমান্তে কাস্তে হাতে বসে থাকা সেই কৃষক। আমরা সেই কৃষকের সন্তান। যারা বুক চিতিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। বুলেট-গুলি বুকে নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী। কিন্তু দুঃখের বিষয়, এত ঐতিহ্যবাহী জেলা হওয়া সত্ত্বেও এই আমকে, এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে, এটাকে বিশ্বের বুকে তুলে ধরতে, এটাকে রপ্তানি করতে কোনো ধরনের উদ্যোগ আমাদের কোনো সরকারই নেয়নি এখন পর্যন্ত।’ তিনি আরও বলেন, ‘আমরা জানি, চাঁপাইনবাবগঞ্জ রেশমশিল্পের জন্য বিখ্যাত। কিন্তু এটা দিনে দিনে হারিয়ে যাচ্ছে। কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি এ–জাতীয় শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য। আমরা চাই বাংলাদেশের যেসব জাতীয় শিল্প রয়েছে, কুটির শিল্প রয়েছে, সেগুলোকে যথাযথভাবে রক্ষা করতে হবে।’

জাতীয় সংগীতের মধ্য দিয়ে সভা শুরু হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, সদস্য আসিফ মোস্তফা জামাল। সূচনা বক্তব্য দেন এনসিপির চাঁপাইনবাবগঞ্জের প্রধান সমন্বয়কারী আলাউল হক। সঞ্চালনা করেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় সদস্য তাজনুভা জাভিন।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির  মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা, সদস্য কানিজ কুররাতুল আইন প্রমুখ।

পথসভা শেষে শহরের ক্লাব সুপার মার্কেট এলাকায় এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা। এর পর রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয় জুলাই পদযাত্রার গাড়ি বহর।