• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরুপনগরে আব্দুল ওদুদ এমপির উঠান বৈঠক

  • Sep 13, 2018

Share With

স্টাফ রিপোর্টার :  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্বরুপনগরে উঠান বৈঠক করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ এমপি।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এ উঠান বৈঠকে বর্তমান সরকারের আমলে চাঁপাইনবাবগঞ্জ পৌনসভাসহ সদর উপজেলায় তাঁর হাত ধরে দৃশ্যমান উন্নয়ন কর্মকা- তুলে ধরেন তিনি। এ-সময় তিনি স্থানীয় ওয়ার্ডের উন্নয়ন বিষয়েও কথা বলেন।

উঠান বৈঠকে তিনি ছাড়া বক্তব্য দেন তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক, স্থানীয বাসিন্দা মসিউল করিম বাবু প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, ব্যবসায়ী মোজাম্মেল হক, ব্যবসায়ী মোস্তাক হোসেনসহ অন্যান্যরা।