• Saturday, December 21, 2024

সড়ক পরিবহন আইনের ধারাসমূহ পরিবর্তনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্বরাকলিপি প্রদান

  • Oct 04, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার দুপুরে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারাসমূহ বিশেষ করে সড়ক দুঘর্টনাকে দুর্ঘটনা হিসেবে চিন্নিত করণ, জামিন যোগ্য করা, সড়ক দুর্ঘটনায় জটিলতর মামলায় তদন্ত কমিটিতে শ্রমিক ও মালিক প্রতিনিধিকে অর্ন্তভুক্ত করা এবং যেখান সেখানে গাড়ী চেকিং এর নামে হয়রানি বন্ধসহ ৮ দফা সংশোধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্র¿ী বরাবর স্বারকলিপি প্রদান করেছেন।
জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্বারকলিপি তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান।

এ-সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি গোলাম আজম সারওয়ার, সহ-সভাপতি হুমায়ন কবীর, সহ-সম্পাদক হুমায়ন কবীর, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।