• Tuesday, January 7, 2025

হরিজন সম্প্রদায়ের মাঝে চাঁপাইনবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) এর শীতবস্ত্র বিতরণ

  • Jan 04, 2025

Share With

হরিজন সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব)। শনিবার সকাল ১১টায় ক্লাব চত্ত্বরে ক্লাবটির উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ক্লাবের এর সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রসাশক আব্দুস সামাদ, চাঁপাইনবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) এর সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম জাকারিয়া।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এ্যাড.গোলাম কবির, চাঁপাইনবাবগঞ্জ ক্লাবের কোষাধ্যক্ষ ও চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি প্রমূখ।

শীতবস্ত্র বিতরণকালে চাঁপাইনবাবগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকা বলেন, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রচন্ড শৈত্যপ্রবাহ চলছে। এরকম বিরূপ আবহাওয়ায় হরিজন সম্প্রদায়ের দরিদ্র অসহায় মানুষদের সহযোগীতার জন্য চাঁপাইনবাবগঞ্জ ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই জেলায় সামাজিক সম্প্রীতি ও সহাবস্থান খুবই আন্তরিকতাপূর্ণ। আমাদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে। এরপর আরও শীতবস্ত্র এলাকার শীতার্থ মানুষের মাঝে বিতরণ করা হবে।