• Saturday, December 21, 2024

২৫ সেপ্টেম্বর আ’লীগের জনসভা উপলক্ষ্যে নাচোল উপজেলা চেয়ারম্যান কাদেরের মটরসাইকেল শোভাযাত্রা

  • Sep 22, 2018

Share With

আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন বার্তা ও সংগঠনকে আরো সংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় নেতাদের জেলা পর্যায়ে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী ২৫ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জে রহনপুরে অনুষ্ঠিত হবে আওয়ামীলীগের জনসভা।

শনিবার নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও  চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. আব্দুল কাদের নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট উপজেলায় মোটরসাইকেল শোভাযাত্রায় সরকারের উন্নয়ন বার্তা ও ২৫ সেপ্টেম্বর রহনপুরের নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে প্রচারণা চালান। এই সময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলার কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান।

এই সময় নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারো নৌকা প্রতিকে ভোট দেয়ার আহ্বান জানান।

উল্লেখ্য,  ২৫ সেপ্টেম্বরের জনসভায় বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, নুরুল ইসলাম ঠান্ডুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় নেতাদের আগমন ও নির্বাচনকে সামনে রেখে জেলার প্রথম জনসভা হওয়ায় মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ নেতারা অনেকটা উজ্জবিত। প্রতিদিনই মোটরসাইকেল শোভাযাত্রা, পথসভা, উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচী পালন করছেন তারা।