• Saturday, December 21, 2024

৬ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার যুবক

  • Dec 08, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ১৫ নং ওয়ার্ডের মসজিদ পাড়ায় ৬ বছরের এক শিশুকে শারিরিকভাবে নির্যাতন করায় ১ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) জানান, মসজিদপাড়ায় সন্ধ্যা ৬টার দিকে দ্বিতল বাড়ির নিচতলায় শিশু নির্যাতনের ঘটনা ঘটে। বাড়িতে কেউ না থাকার সুযোগ কাজে লাগায় শিহাব। দ্বিতীয় তলা থেকে নিচতলায় একাই শিশুটি আসলে সে যুবক ধর্ষনের উদ্দেশ্যে ঝাপিয়ে পড়ে শিশু মেয়েটির উপর। শিশুটির চিৎকারে লোকজন আসলে সে যুবক পালিয়ে যায়। শিশুটির বাবা শিশুটিকে থানায় নিয়ে এসে অভিযোগ দায়ের করেন।

ওসি আরো জানান, অভিযোগ পাবার কিছুপরেই রাজশাহী বোয়ালিয়ার কুমাড় পাড়ার বাসিন্দা, বর্তমানে মসজিদ পাড়ার সবুজ হাজির ভাড়াটিয়া রফিক স্বর্ণকারের ছেলে শিহাব শেখ (১৭) কে গ্রেপ্তার করা হয়। মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত যুবক শিহাবকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি ইদ্রিস।