• Friday, January 24, 2025

৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা ও পথসভা

  • Jan 24, 2019

Share With

বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী (৪ জানুয়ারী) উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা  ও পথসভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারী) সকালে জেলা ছাত্রলীগের ব্যানারে একটি আনন্দ শোভাযাত্রা চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আব্দুল মান্নান সেন্টু মাকের্টের সামনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে কেককাটা কর্মসূচি ও পথসভায় মিলিত হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এ্যাড.নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এ্যাড.মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান টিটো, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সামিউল হক লিটন,  জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিউল ইসলাম সাকিল, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা.সাইফ জামান আনন্দসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।