• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-তেলকুপি থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

  • Nov 30, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি এলাকা থেকে ফজলুর রহমান নামে একজন ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি পাবনার বেড়া উপজেলার মৃত নিয়াত মোল্লার ছেলে ফজলুর রহমান (৩১)। তার শ্বশুরবাড়ি শিবগঞ্জের তেলকুপি লম্বাপাড়ায়।

শিবগঞ্জ থানা জানায়, সন্ধ্যায় ওই ব্যবসায়ীর মরদেহ শ্বশুরবাড়ি শিবগঞ্জের তেলকুপি লম্বাপাড়া থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে এ ঘটনার পর থেকে স্ত্রী, শশুড়-শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঐদিন দুপুর আড়াইটার দিকে আজমতপুর এলাকা থেকে ফেরার পথে ফজলুর রহমান হঠাৎ অসুস্থ হলে চিকিৎসার জন্য খাসেরহাট বাজারের বন্ধন ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার স্ত্রী, শশুড়-শাশুড়ি ও চাচা শশুড় জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। প্রায় ৬ বছর পূর্বে তেলকুপিতে ফজলুর রহমানের পারিবারিকভাবে বিবাহ হয়। বিবাহের দাম্পত্য জীবনে তাদের ৫ বছরের একটি ছেলে রয়েছে।