• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় বাবা-মেয়ে নিহত

  • Jan 06, 2020

Share With

নিজস্ব প্রতিবেদক :  চাঁপাইনবাবগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের উপরাজারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর মহল্লার গোলাম রাব্বানী (৫০) ও তার মেয়ে প্রথম শ্রেণি পড়ুয়া সাদেকিনা রোশনী (৮)।

ট্রাফিক সার্জেন্ট মনিরুল ইসলাম জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে উপরাজারামপুর কিন্ডারগার্টেন স্কুল থেকে মোটরসাইকেলে মেয়েকে নিয়ে বাসায় ফিরছিলেন গোলাম রাব্বানী। ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের উপরাজারামপুর মার্কেটের সামনে পেছন থেকে রাজশাহীগামী একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবা-মেয়ে নিহত হন। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

পুলিশ আরও জানায়, ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে। এদিকে এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।