• Saturday, December 21, 2024

চলনবিলে বজ্রপাত রোধে ৫ হাজার তালবীজ রোপন

  • Oct 26, 2018

Share With

 নাটোরে বজ্রপাত থেকে রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় চলনবিলে ৫ হাজার তালবীজ রোপন করা হয়েছে। শুক্রবার চলনবিলের তাড়াশ-বারুহাস সড়কের ডাহিয়া ও দূর্গাপুর এলাকায় সড়কের দু’পাশে ৫ কিলোমিটার এলাকা জুড়ে এই তালবীজ রোপণকর্মসূচীর উদ্বোধন করা হয়।

এই তালবীজ রোপণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডাহিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমএম আবুল কালাম, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশ কর্মী ও সিনিয়র সাংবাদিক শারফুল ইসলাম খোকন, মানবাধিকার কর্মী তাইফুর রহমান তাইফ, পরিবেশ কর্মী আরিফুল ইসলাম বিপ্লব, আব্দুল আলীম খাজা প্রমূখ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম বলেন, চলনবিলের প্রাকৃতিক সৌন্দর্য্য, প্রাকৃতিক ভারসাম্য ও বজ্রপাত থেকে রক্ষায় তার নিজ অর্থায়নে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।