• Friday, January 24, 2025

শিবগঞ্জে সাংস্কৃতিক উৎসব ও মেলা

  • Oct 30, 2018

Share With

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে সাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার চৌধুরি রওশন ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ- ১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. গোলাম রাব্বানী।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বরমান হোসেন, কানসাটস্থ চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসার মো. মইনুউদ্দিন , উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো.আয়াতুল্লাহ বেহেস্তি, সিনিয়র মৎস কর্মকর্তা বরুন কুমার মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, পরিসংখ্যান অফিসার মনিরুল ইসলাম, সমাজ সেবা অফিসার মিজানুর রহমান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। মেলায় সরকারি বেসরকারি মিলে ১২ টি প্রতিষ্ঠান অংশগ্রহন করে ।

মেলায় কলা গাছ বেয়ে উপরে ওঠা ও লাঠি খেলা ছিল মূল আকর্ষণ। কলা গাছ বেয়ে ওাায় প্রথম স্থান অধিকারী অনিক আলী(১০) কে ২শ টাকা এবং দ্বিতীয় বিজয়ী কে ১শ টাকা ও তয় বিজয়ী কে ৫০ টাকা দিয়ে তাৎক্ষনিকভাবে পুরুষ্কৃত করা হয়। তবে অন্যান্য খেলা ও অংশ গস্খহনকারীদেও অনুষ্ঠান শেষে পুরুষ্কৃত করা হবে বলে জানানো হয়। শেষে বাংলার লোকজ সাংষ্কৃতিক অনুষ্ঠান আলকাপ, পালাগান সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।