• Thursday, December 5, 2024

চাঁপাইনবাবগঞ্জে দুইদিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত

  • Dec 03, 2024

Share With

চাঁপাইনবাবগঞ্জে দুইদিনব্যাপী (২-৩ ডিসেম্বর) তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বটতলা মঞ্চে আলোচনা সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়।

সচেতন নাগরিক কমিটির সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রথম দিনের প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো. রেজাউল করিম, তথ্য কমিশন বাংলাদেশের প্রশাসন ও আইটি বিভাগের পরিচালক এস এম কামরুল ইসলাম, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। সূচনা বক্তব্য দেন সনাক সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা। পরে গণশুনানি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার মেলার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. আরিফ, সচিব তথ্য কমিশন বাংলাদেশ। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রফেসর মোহা. তৌহিদুল ইসলাম, অধ্যক্ষ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ, মো. আফাজ উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) , চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ, দেবেন্দ্র নাথ উরাঁও, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক (উপসচিব)।

সমাপনী সভায় সভাপতিত্ব করেন মো. আব্দুস সামাদ, জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এবারের মেলায় সরকারি- বেরকারি মিলিয়ে ৬৭টি স্টলে নিজনিজ দপ্তরের বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।