• Sunday, December 22, 2024

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বৈঠক

  • Dec 09, 2024

Share With

অন্তর্বর্তীকালীন সরকা‌রের পররাষ্ট্র বিষয়ক উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সে‌নের স‌ঙ্গে সাক্ষাৎ কর‌তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে‌ছেন ভার‌তের পররাষ্ট্র স‌চিব বিক্রম মি‌শ্রি।

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে ভারত ‘গঠনমূলক দৃষ্টিভঙ্গি’ প্রত্যাশা করে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

সোমবার বিকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথা তুলে ধরে বিক্রম মিশ্রি বলেন, “সাম্প্রতিক কিছু বিষয় ও ঘটনাবলী নিয়ে আমাদের মধ্যে আলোচনার সুযোগ হয়েছিল। আমি সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ভারত সরকারের উদ্বেগের কথা তুলে ধরেছি।

“আমরা সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক স্থাপনায় হামলার মত দুঃখজনক কিছু ঘটনা নিয়েও আলোচনা করেছি। আমরা এসব বিষয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে সার্বিকভাবে গঠনমূলক দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করি।”

ভারত দুই দেশের সম্পর্ককে একটা ইতিবাচক ও গঠনমূলক অভিমুখে নিয়ে যেতে চায় বলেও মন্তব্য করেন পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ঢাকায় আসা বিক্রম মিশ্রি।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের মধ্যে এটাই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক, যা ‘ফরেন অফিস কনসালটেশন’ (এফওসি) নামে পরিচিত। সর্বশেষ বৈঠক হয় ২০২৩ সালের নভেম্বরে, দিল্লিতে।

সূত্র: বাসস