• Sunday, December 22, 2024

হাসিনা সরকার উত্তরবঙ্গকে বঞ্চিত করেছে: ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ ফোরামে সারজিস আলম

  • Dec 13, 2024

Share With

চাঁপাইনবাবগঞ্জ ফোরাম, ঢাকার আয়োজনে শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে, প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতির সামরিক সচিব, লে.জেনারেল (অব.) প্রফেসর ড. আমিনুল করিম রুমী।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবকে ভুলতে বসেছি। এখনও খুনির নামের স্লোগান হয়, এখনও সিন্ডিকেট চলছে। একটা শ্রেণী চাঁদাবাজি করছে।’
নিজের স্বার্থে একটা গোষ্ঠী তদবির করছে, দেশের চিন্তা করছে না দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, ‘চব্বিশের চেতনাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাদিক কাইয়ুম।
 
সভাপতির বক্তব্যে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ ফোরামের সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মারা পরিস্থিতি উত্তপ্ত করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সবই সজাগ থাকতে হবে।’ রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন স্থান থেকে ফ্যাস্টিটদের দোসরদের সরিয়ে সৎ, যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিকদের বসানোর আহ্বান জানিয়েছেন নূরুল ইসলাম বুলবুল। 
 
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি শহীদ পরিবারের সদস্যের হাতে আর্থিক অনুদান তুলে দেয়া হয়।
প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জামায়াতের নায়েবে আমীর লতিফুর রহমান, ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম। সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. দেলোয়ার হোসেন।
প্রীতি সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীসহ উত্তরের জনপদের সরকারি আমলা, ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবার ও সমন্বয়করাও।