রাজশাহী বিভাগীয় বইমেলা চলবে ১৮-২৫ ডিসেম্বর
- Dec 21, 2024
রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু হয়েছে বুধবার (১৮ ডিসেম্বর)। মেলা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। রাজশাহী বিভাগীয় প্রশাসন শহরের কালেক্টরেট মাঠে এই মেলার আয়োজন করতে যাচ্ছে। এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় গ্রন্থকেন্দ্র।
কর্মদিবসে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং সরকারি বন্ধের দিনে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা চলবে। মেলায় সরকারি প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল থাকবে।
জাতীয় গ্রন্থকেন্দ্র, মন্ত্রণালয় এবং রাজশাহী বিভাগীয় ও জেলাগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
মেলায় প্রাথমিক চিকিৎসার জন্য সার্বক্ষণিক মেডিকেল টিম ও নিরাপদ সুপেয় খাবার পানির সুব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে।