• Saturday, January 4, 2025

চাঁপাইনবাবগঞ্জে কৃষি প্রক্রিয়া অঞ্চল ও পূর্ণাঙ্গ রেলবন্দর স্থাপনের দাবি

  • Dec 29, 2024

Share With
চাঁপাইনবাবগঞ্জে কৃষি প্রক্রিয়া অঞ্চল, পূর্ণাঙ্গ রেলবন্দর ও সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক ৪ লেনে উন্নীতের দাবি জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মো. আব্দুল ওয়াহেদ।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে চেম্বার ভবনে সাধারণ সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব দাবি জানান। এসময় আব্দুর ওয়াহেদ বলেন, কৃষিপ্রধান চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে জংশন এলাকায় কৃষি রপ্তানী প্রক্রিয়া অঞ্চল (ইপিজেড) করা যেতে পারে। কারণ এই রেলপথে ভারত, নেপাল ও ভুটান থেকে কাঁচামাল আমদানী ও উৎপাদিত পণ্য রপ্তানীতে পরিবহণ খরচ কম পড়বে।
এছাড়া তিনি বলেন, ‘সোনামসজিদ স্থলবন্দর থেকে সরকার প্রতিবছর ১ হাজার ২’শ কোটি টাকা আদায় করলেও সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কটি ৪ লেনে উন্নীতের দাবি করা হলেও বর্তমানে সড়কের দুই পাশে ২ মিটার করে ৪ মিটার প্রশস্থ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে মহাসড়কে যানবাহন চলাচলে কোন উপকার আসবে না বরং সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে না। ’তিনি আরও বলেন, ১৯৯২ সালের পরে সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমস অবকাঠামো নির্মাণ কাজ তেমন হয়নি। তাই বন্দর এলাকায় অগ্নিনির্বাপক কেন্দ্র ও ২০ বেডের হাসপাতাল নির্মাণ অত্যন্ত জরুরি।মতবিনিময় সভায় চেম্বার পরিচালনা বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।