• Wednesday, January 15, 2025

চাঁপাইনবাবগঞ্জে আম বহুমুখীকরণে ব্যবসায়ী-উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা

  • Jan 14, 2025

Share With

চাঁপাইনবাবগঞ্জে আম ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে আম  ক্লাস্টার উন্নয়ন এবং পণ্য বহুমুখীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিটি ব্যাংক জেলা শাখা আয়োজনে স্থানীয় একটি হোটেলে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলার ৫০ জন আম ব্যবসায়ী ও উদ্যোক্তা অংশগ্রহন করেন।

কর্মশালা বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক রুপ রতন পাইন, বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির পরিচালক নওশাদ মোস্তফা, সিটি ব্যাংকের চিফ ইকোনোমিস্ট অ্যান্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমানসহ অন্যান্যে কর্মকর্তারা।

বক্তারা বলেন, আগামীতে আম বাগানগুলো আধুনিকীককরণসহ পণ্য বহুমুখীকরণ করতে হবে।
কর্মশালায় বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা হয়।