• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

  • Jan 23, 2025

Share With
চাঁপাইনবাবগঞ্জের চৌকা ও কিরণগঞ্জ সীমান্তে  ভারত-বাংলাদেশের নাগরিকদের মধ্যেকার সংঘর্ষের ৪ দিন পর বিজিবি ও বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) সকালে চাঁপাইনবাবগঞ্জের বিজিবি’র সোনামসজিদ সীমান্ত ফাঁড়ির সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবি’র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল মো. ইমরান ইবলে এ রউফ এবং বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ’র মালদহ সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম। এ সময় বৈঠকে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া ও ভারতের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিংসহ দু’ বাহিনীর স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানা গেছে, সৌহার্দপুর্ণ পরিবেশে প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত বৈঠকে সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান,  বৈঠকে সার্বিক আলোচনায় কয়েকটি গুরুত্বপুর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়। এরমধ্যে উল্লেখযোগ হচ্ছে, সীমান্তের ১৫০ গজের ভেতরে বাংলাদেশী ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবেনা। সীমান্ত সংক্রান্ত যে কোন সমস্যা বিজিবি ও বিএসএফ’র মধ্যে আলোচনা করে সমন্বিতভাবে সমাধান করা হবে। উভয় দেশের মিডিয়া কর্তৃক সীমান্ত সর্ম্পকিত কোন ধরণের অপপ্রচার বা গুজব ছড়ানো যাবেনা। এছাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধ ও চোরাচালান বন্ধে যথাযথভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, গত শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে গাছ কাটা ও ফসল নষ্ট করাকে গিরে সীমান্তবর্তী দু’ গ্রামবাসী সংঘর্ষে সীমান্ত এলাকার জমির ব্যাপক ফসল নষ্ট হয়। সংঘর্ষে ভাতীয়রা ককটেল, সাউন্ড গ্রেনেড হামলাসহ ব্যাপক ইট পাথর নিক্ষেপ করে। এতে ৪ বাংলাদেশী আহতও হয়।