• Monday, February 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবার পেল ২৫ লাখ টাকা

  • Feb 09, 2025

Share With

চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারকে ২৫ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ পরিচালিত ট্রাস্টি বোর্ড থেকে মঞ্জুরিকৃত ২৫ লাখ টাকার প্রত্যেককে ৫ লাখ টাকা করে এই অনুদান দেয়া হয়।

রোববার (৯ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের মাধ্যমে অনুদানের চেকগুলো বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

নিহতদের মধ্যে ২০২৪ সালের ১৫ মে জেলার নাচোল উপজেলার জোবদুল হকের ছেলে আতাউর রহমান, ৩০ মে সদর উপজেলার সুলতান আলীর ছেলে রেজাউল্লাহ, ১৪ জুন নাচোল উপজেলার আব্দুল মতিনের ছেলে জাহিদ হাসান, ২৮ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলার আফসার আলীর ছেলে শাহজাহান আলী এবং ১ অক্টোবর গোমস্তাপুর উপজেলার আইনাল হকের ছেলে নূর আমিন সড়ক দুর্ঘটনায় নিহত হন।

নিহত হবার পর পরিবারগুলো বিআরটিএ কর্তৃক পরিচালত ট্রাস্টি বোর্ডে ক্ষতিপুর দাবি করে আবেদন করলে এই ৫ জনের পরিবারের অনুকূলে ৫ লাখ টাকা করে মঞ্জুর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম সাহিদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মান্নান, বিআরটিএ-চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শাহজামান, জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল ওদুদসহ অন্যরা।