• Sunday, February 23, 2025

চাঁপাইনবাবগঞ্জে নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন

  • Feb 17, 2025

Share With

চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল করিম বিপিএম সেবা, নবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিপ্লব কুমার মজুমদার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তাছমিনা খাতুন, ব্র্যাক প্রতিনিধি মোমেনা খাতুন, দিলারা জামান (রুনা, খালেদা খাতুন, শারমিন শোভা, হাবিবা আক্তার, রুহুল আমিন, মাহফুজা খাতুনসহ বিভিন্ন নারী উদ্যোক্তা। ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলায় মোট ৬০টি স্টল রয়েছে।

মেলায় স্টলগুলোতে খাদ্য, বস্ত্র, নারীদের হাতের তৈরী বিভিন্ন পণ্য, প্রসাধনী সামগ্রীসহ বিভিন্ন পণ্য রয়েছে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। মেলা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত।  ১৮ ফেব্রুয়ারী মেলার সমাপনী অনুষ্ঠান হবে।