• Sunday, February 23, 2025

চাঁপাইনবাবগঞ্জে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ৪

  • Feb 17, 2025

Share With

চাঁপাইনবাবগঞ্জে চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনিয়ে নেয়ার ঘটনায় মূল হত্যাকারী দুজন এবং চোরাই মালামাল কেনার অপরাধে আরও দুজনসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি ও সদর থানা পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং আজ সোমবার দুপুরে জেলা পুলিশ অফিসে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার রেজাউল করিম।

গ্রেফতারকৃত ‘মূলহত্যাকারী’ দুজন হলো, রাজশাহী জেলার তানোর উপজেলার কলাম গ্রামের একরামুল হকের ছেলে রকি ও মতিহার কাজলা এলাকার রফিকুল ইসলামের ছেলে জনি।

পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী তানোর উপজেলার তালন্দ বাজার হতে মৃত ফয়জুদ্দিন মন্ডলের ছেলে জুয়েল ও নওগাঁ জেলার মান্দা উপজেলার চৌবারিয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সানোয়ার হোসেনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশার খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার রেজাউল করিম বলেন, গ্রেফতারকৃত রকি ও জনি হত্যার কথা স্বীকার করেছে এতং তারা আদালতে জবানবন্দি দিতে রাজি হয়েছে। এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অটোরিকশাসহ নিখোঁজ হয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালীনগর গোদাইটোলা গ্রামের গরি হালদারের ছেলে শ্রী লাকফর হালদার। এদিকে গত ১৫ ফ্রেবুয়ারি সদর উপজেলার ছিলিম ইউনিয়নের একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।