• Monday, February 24, 2025

রমজানের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন: জয়পুরহাটে হারুন অর রশিদ

  • Feb 23, 2025

Share With

বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ও সাবেক এমপি হারুন অর রশিদ অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের শতকরা ৮০ ভাগ সংস্কার হয়ে গেছে। আগামী রমজানের মধ্যে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা না দিলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধৃগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শহিদ ডা. আবুল কাশেম ময়দানে জয়পুরহাট জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে আরে বক্তৃতা করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ফয়সল আলীম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, বিএনপি নেত্রী জাহেদা কামাল, রুলি, লিপি আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে দুপুর থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকরা ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশে অংশ নেন।