চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে ইউপি চেয়ারম্যানসহ আহত ৪, গ্রেপ্তার ১
Feb 28, 2025
Share With
স্থানীয় দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাজঘরিয়া বাজার কমিটির একজন সদস্য ৪ জনসহ অজ্ঞাত ১০/১২ জনের নামে সদর থানায় বিস্ফোরক, অপহরণসহ দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করা হয়। মামলার পর পুলিশ এজাহারনামীয় ৩ নম্বর আসামি সাকিবকে গ্রেপ্তার করে শুক্রবার বিকালে আদালতে পাঠিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে বারঘরিয়া বাজারে পূর্ব থেকে অবস্থান নেওয়া একদল দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়।
ককটেলের আঘাতে অন্তত ৩ জন আহত হন। তাদের জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ দুর্বৃত্তরা পিটিয়ে আহত করা হয় বারঘরিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদকে। তার হাত ও কাঁধের জোড়া ভেঙে গেছে।
উন্নত চিকিৎসার জন্য তাকে রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।স্থানীয়রা জানান, বারঘরিয়া বাজার ও ইউপি ভবন এলাকায় অন্তত ৭/৮টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় বাজারে থাকা চেয়ারম্যানকে ধরে নিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়। এতে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।পরে দুর্বৃত্তরা পালিয়ে গেলে জনতা একটি রেস্টুরেন্ট ভাঙচুর করে। তবে ঘটনাটি রাজনৈতিক নয় বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।