আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’
- Feb 28, 2025

নতুন রাজনৈতিক দল হিসেবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরুণ নেতাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করলো ‘জাতীয় নাগরিক পার্টি’। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক সমাবেশে দলের ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত নতুন এ দলের আহ্বায়ক হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার তাদের নাম ঘোষণা করেন।
পরে নতুন দলের সদস্য সচিব আখতার হোসেন কমিটির আরও কয়েকজনের নাম ঘোষণা করেন। নাসীরুদ্দীন পাটওয়ারীকে নতুন দলের মুখ্য সমন্বয়কারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা, যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, হাসনাত আবদুল্লাহ মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল), সারজিস আলম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ঘোষণা করা হয়। আখতার হোসেন জানান পরবর্তীতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পূণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
এর আগে বিকেল ৪টা ২০ মিনিটের দিকে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এরপর পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
পরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনরা যোগ দেন।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির সমর্থকদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠেছে প্রাঙ্গণ। এ সময় তাদের হাতে জাতীয় পতাকাসহ নানা ধরনের প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন দেখা যায়।