• Wednesday, March 12, 2025

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক নিহত

  • Mar 05, 2025

Share With
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে তোহরুল ইসলাম ডালিম (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
বুধবার বিকাল ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের রাজশাহী গোদাগাড়ীর সড়কের আমনুরা বাজারে এই দূর্ঘটনা ঘটে।
নিহত ডালিম নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আখিলার গ্রামের আলেফ শেকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে ডামিল মোটরসাইকেলে করে গোদাগাড়ী থেকে নাচোলে বাড়ি ফিরার পথে আমনুরা বাজারে ট্রাকের নিচে চাপা পড়ে। এ সময় মোটরসাইকেল চালক ঘটনাস্থল মারা যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, বিকালে ডালিম মোটর সাইকেল যোগে গোদাগাড়ীর দিক থেকে নাচোল যাচ্ছিল। পথে আমনুরা বাজার এলাকায় ডালিম একটি ট্রাককে ওভারটেক করার সময় ছাগলের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
তিনি আরও জানান,  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়ে যায়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।