• Wednesday, March 12, 2025

নারী নিপীড়ন, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকারের কার্যকর ভূমিকা নেই: সেলিমা রহমান

  • Mar 08, 2025

Share With

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, নারী নির্যাতন ও মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের কার্যকর কোনও ভূমিকা নেই, তারা চুপচাপ রয়েছে। অনেক ভালো ভালো কথা বললেও কোনও বিষয়ে জরুরি সিদ্ধান্ত নিতে পারছে না।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি কাকরাইল মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সেলিমা রহমান বলেন, ‘নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে রয়েছে। তারপরও আমরা এখনও পুরুষতান্ত্রিক মনোভাবে রয়েছি।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘দেশে সামাজিক অবক্ষয় ও অস্থিরতা বাড়ছে। বৈষম্যবিরোধীরা বিভিন্ন জেলার সরকারি দফতরে বসে থাকে। আমি বলবো, আপনারা রাজনৈতিক দল করেছেন, এ জন্য আপনাদের অভিনন্দন জানাই। সেই সঙ্গে এখনই পড়ার টেবিলে ফেরা উচিত বলে মনে করি।’

সেলিমা রহমান বলেন, ‘জুলাই আন্দোলনে নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিগত দিনে নারী নিপীড়নকারীদের পুরস্কৃত করেছে শেখ হাসিনার সরকার। আমরা আশা করেছিলাম, এই সরকার নারী নিপীড়নকারীদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেবে। কিন্তু সরকার কার্যকর কোনও পদক্ষেপ নেয়নি।’

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘বিগত দিনে দেশে ধর্ষণের মহোৎসব চলেছে। বর্তমান সরকারের সময়ে নারী ও শিশুরা মবের শিকা হচ্ছে। মহিলা পরিষদের তথ্যমতে, গত জানুয়ারি মাসে ৮৫ কন্যাশিশু ও ১২০ নারী নিপীড়নের শিকার হয়েছে। দেশের কোথাও একটি উগ্রবাদী শক্তির উদ্ভব হয়েছে।

তিনি বলেন, ‘মেধা ও মননে এবং আমাদের জাতীয় জীবনের সর্বত্রই নারীর অনন্য অবদান রয়েছে। তাই নারীকে বন্দিশালায় রাখার কোনও মানে হয় না। কোনও উগ্র গোষ্ঠী যেন নারীকে দমিয়ে না রাখতে পারে বিএনপি সে অনুযায়ী কাজ করছে।’

মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শাম্মি আক্তারসহ অন্যান্য নেতারা।