• Thursday, March 20, 2025

জনগণ হচ্ছে আমাদের শক্তি- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাবেক এমপি আমিনুল

  • Mar 19, 2025

Share With

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নেতা ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম বলেছেন- ‘দেশের জনগণ হচ্ছে আমাদের শক্তি। দলীয়ভাবে আমাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে, পবিত্র মাহে রমজানে শুধু নেতাকর্মীদের নিয়ে নয়, দেশের সর্বস্তরের জনগণকে নিয়ে ইফতারের আয়োজন করতে হবে। দলের সর্বস্তরের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’।

মঙ্গলবার (১৮ মার্চ) চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

উপজেলা কসবা ইউনিয়ন বিএনপির আয়োজনে গোলাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাবের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, নাচোল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, গোমস্তাপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।