চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৭
- Apr 26, 2025

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাত কিশোর ও তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) রাত থেকে শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোরসালিন, রায়হান, হাসিব, রিফাত, সোহেল, রোহান ওরফে রোমান এবং ফিরোজ। এদের মধ্যে পাঁচজন মামলার এজাহারনামীয় আসামি এবং বাকি দুইজন সহযোগী হিসেবে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২২ এপ্রিল রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা এলাকায় পূর্ব বিরোধের জেরে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় একটি পক্ষ চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে দুই পথচারী আহত হন এবং ঘটনাস্থল থেকে পুলিশ দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। ঘটনার পরদিন ২৩ এপ্রিল সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করা হয়। মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে এবং অন্যান্য জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। এসব কিশোর-তরুণ একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য, যারা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।