চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্ত:নগর ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন
May 07, 2025
Share With
চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্ত:নগর ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বনলতা এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি ধুমকেতু, পদ্মা, সিল্কসিটি, মধুমতীসহ সব আন্ত:নগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালুসহ ৮ দাবিতে বুধবার (৭ মে) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, পশ্চিমের শেষ স্টেশন চাঁপাইনবাবগঞ্জ হওয়া স্বত্বেও রাজশাহী ঢাকাগামী চলাচল করে বনলতা ট্রেন ছাড়া সব আন্ত নগর ট্রেন। এতে বিভিন্ন সময়ে ঢাকা যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয় চাঁপাইনবাবগঞ্জের ১৮ লাখ বাসিন্দাকে।মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সাবেক পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোখলেসুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মহম্মদ ইসাহাক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আসলাম কবীর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, ডা. ইসমাইল হোসেন, ডা. মাহফুজ রায়হান, কৃষি উদ্যোক্তা মুনজের মানিকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।দ্রুত সময়ের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে সব আন্ত নগর ট্রেন চালু না করলে রেলপথ ঘেরাওসহ কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন বক্তারা।