• Friday, May 9, 2025

চাঁপাইনবাবগঞ্জে থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার, পরিপক্ব হলেই পাড়া যাবে আম

  • May 08, 2025

Share With

চাঁপাইনবাবগঞ্জে থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার, পরিপক্ব হলেই পাড়া যাবে আম। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে জেলা প্রশাসনের আয়োজিত ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাত-সংক্রান্ত মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয়।

সভায় আমচাষিরা বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমের রাজধানী এবং এই এলাকার মানুষ জন্মলগ্ন থেকেই আমচাষের সঙ্গে জড়িত। তাই তারা জানেন কখন এবং কোন সময়ে আম পাড়তে হয়। এ ছাড়া সারা দেশের মধ্যে সবচেয়ে পরে বাজারে আসে চাঁপাইনবাবগঞ্জের আম। তাই আম পরিপক্ব হলেই চাঁপাইনবাবগঞ্জের চাষিরা বাজারজাতকরণ শুরু করেন। এজন্য চাষিরা মতবিনিময় সভায় দাবি করেন, আম বাজারজাত করার জন্য কোনো সময়সীমা নির্ধারণ করা না হয় এবং গাছে আম পরিপক্ব হলেই চাষিরা আম বাজারজাত করতে পারেন।

মতবিনিময় সভা শেষে আম চাষি রফিকুল আলম বলেন, আমরা জেলা প্রশাসনকে এমন সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাই। আমরা জেলা প্রশাসনকে প্রতিশ্রুতি দিয়েছি, কোনো চাষি অপরিপক্ব আম বাজারজাত করবেন না। কেউ করলে অন্য আমচাষিরা তা প্রতিরোধ করবেন।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, ম্যাংগো ক্যালেন্ডারের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কানসাট আমবাজারসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যান্য বাজারে পাকা আম সাড়ে ৪২ কেজি এবং কাঁচা আম ৪৫ কেজি করে মণে বিক্রি করলে সবাই উপকৃত হবেন। এ ছাড়া অনলাইন উদ্যোক্তাসহ সব আম চাষিকে ডাক বিভাগের সরকারি সেবার মাধ্যমে সারা দেশে আম পাঠানোর অনুরোধ জানান।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, আম চাষি ও অন্যান্য সবার মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়, এবছর কোনো ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন করা হবে না। গাছ থেকে কেউ যেন অপরিপক্ব আম হারভেস্ট না করেন সেদিকে সবাইকে নজর রাখার অনুরোধ করছি। এ ছাড়া আম চাষি ও আড়তদারদের পাকা আম সাড়ে ৪২ কেজি এবং কাঁচা আম ৪৫ কেজি করে মণ বিক্রির সিদ্ধান্ত বাস্তবায়নের অনুরোধ করছি।

প্রসঙ্গত, কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমির আম বাগান থেকে ৩ লাখ ৮৬ হাজার মেট্রিকটন আম উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।