লোভে পড়ে নয়, জেনে-শুনে বিনিয়োগ করবেন ॥ প্রধানমন্ত্রী
- Sep 12, 2018
পুঁজিবাজারে লোভে পড়ে কোনো কোম্পানিতে বিনিয়োগ না করার জন্য বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার সকালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) রজতজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। প্রতিষ্ঠার ২৫ বছর পুর্তি উপলক্ষে বিএসইসি রজতজয়ন্তী উদযাপন করছে।
তিনি বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের অনুরোধ করবো, কোনো কোম্পানিতে বিনিয়োগের পূর্বে তারা যেন সেই কোম্পানি সম্পর্কে বিস্তারিত জেনে-শুনে এবং বুঝে বিনিয়োগ করেন। বিনিয়োগ করার পূর্বে অবশ্যই সেই কোম্পানি সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্থ হোক, তা আমরা চাই না। তাই কারও কথায় প্ররোচিত না হয়ে নিজে বুঝে বিনিয়োগ করতেও তিনি আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, পুঁজিবাজার হবে উন্নত বাংলাদেশ বিনির্মানের উৎস। এ কারণে পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন বাস্তবায়নের জন্যও সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।