চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক ‘কুরআন দিবস’ উপলক্ষে শিবিরের ছাত্র গণজমায়েত
- May 11, 2025

ঐতিহাসিক ‘কুরআন দিবস’ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়।
গণজমায়েতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বুলবুল। প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, সেদিন কোরআনের মর্যাদা রক্ষায় ছাত্র ও জনতা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিল। স্বৈরাচার এরশাদ সরকার সে সময় প্রতিবেশী রাষ্ট্রকে খুশি করতে গিয়ে কোরআনপ্রেমিক জনতার ওপর দমননীতি চালিয়েছিল। যারা পরে ক্ষমতায় এসেছে, তারাও একই নীতিতে চলেছে। ১৭ বছর ধরে ইসলামী ছাত্রশিবির কোনো কর্মসূচি পালন করতে না পারায় নতুন প্রজন্ম তাদের সম্পর্কে অনেক কিছুই জানে না। তাই তাদের কোরআন দিবসের ইতিহাস ও গুরুত্ব জানানো জরুরি।
প্রধান বক্তা হিসেবে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, পবিত্র কোরআনের অবমাননার প্রতিবাদে ছাত্র, শ্রমিক ও সাধারণ জনতা জীবন দিয়েছেন। যারা কোরআনের আলো নিভিয়ে দিতে চেয়েছিল, আল্লাহ তায়ালা তাদেরকেই ধ্বংস করেছেন। কোরআনের একটি অক্ষরও পৃথিবীর কোনো শক্তি পরিবর্তন করতে পারবে না। কলকাতার আদালতে কোরআন বাজেয়াপ্তের সিদ্ধান্তের সময় স্বৈরাচার এরশাদ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। কোরআন নিষিদ্ধ ঘোষণা করা হলেও সেটিকে নিঃশেষ করা যায়নি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি রফিকুল ইসলাম, রাজশাহী মহানগর আমির ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জর গিফারী, জেলা নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর সিদ্দিক, সাবেক জেলা আমির নজরুল ইসলাম।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শহর ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি ইউসুফ আল গালিব।