• Wednesday, May 14, 2025

চাঁপাইনবাবগঞ্জে রেলপথ অবরোধ, আন্ত:নগর ট্রেন চালুর দাবি

  • May 14, 2025

Share With

চাঁপাইনবাবগঞ্জে রেলপথ অবরোধ করে আন্ত:নগর ট্রেন চালুর দাবি উঠেছে। বুধবার (১৪ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে ‘সুশাসনের জন্য নাগরিক-সুজন’-এর ব্যানারে প্রায় ঘণ্টাব্যাপী এই রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

এ সময় অবরোধ থেকে বনলতার পাশাপাশি ঢাকাগামী ধূমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতি এক্সপ্রেস ট্রেন রাজশাহীর পরিবর্তে চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু, রহনপুর রেলওয়ে স্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দর ঘোষণা এবং ছয় লেন আধুনিক মহাসড়ক নির্মাণসহ ৮ দফা দাবি জানানো হয়।

অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন, সুজনের চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম, সদর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর শাহনেয়াজ খান সিনা, জামায়াত নেতা গোলাম রাব্বানীসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন, ‘উত্তরবঙ্গের একটি অবহেলিত জেলা চাঁপাইনবাবগঞ্জ। এই জেলা থেকে ঢাকাগামী একমাত্র ট্রেন হিসেবে চলাচল করে বনলতা এক্সপ্রেস। অথচ মাত্র ৫০ কিলোমিটার দূরের রাজশাহী থেকে চলে পাঁচটি আন্তঃনগর ট্রেন। সুযোগ থাকার পরও ওই ট্রেনগুলো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হচ্ছে না।’

চাঁপাইনবাবগঞ্জের স্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ জানান, মল্লিকা কমিউটার ট্রেন স্টেশনে প্রবেশের পর অবরোধ শুরু হয়। অবরোধের কারণে ট্রেনটি আর যেতে পারেনি। অবরোধ শেষ হলে প্রায় ৫০ মিনিট দেরিতে ছেড়ে যায় ট্রেনটি।

এদিকে, দুপুরে নবাবগঞ্জ ক্লাবে একই দাবিতে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি জেলার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে। সভায় বৃহস্পতিবার আবারও রেলপথ অবরোধ কর্মসূচির ঘোষণা করেন জেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন।