• Friday, May 16, 2025

চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্ত:নগর ট্রেন চালুসহ ৩ দফা দাবিতে রেল অবরোধ

  • May 15, 2025

Share With

ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির উদ্যোগে, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটের সকল আন্ত:নগর ট্রেন চালুসহ ৩ দফা দাবিতে রেল অবরোধ  করা হয় । পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে রেল অবরোধ করে চাঁপাইনবাবগঞ্জবাসী। এ সময় স্টেশনে মল্লিকা এক্সপ্রেস ট্রেনটি আটকে পরে। পরে স্টেশন মাস্টারের মাধ্যমে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আন্দোলনকারীদের আলোচনায় বসার প্রস্তাব দিলে মল্লিকা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দেয়া হয়।

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক দল, শিল্প ও বণিক সমিতি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন। স্টেশন প্ল্যাটফর্মে ব্যানারসহ মানববন্ধনে দাঁড়ান তাঁরা।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি নুরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক ও আইনজীবী দেলোয়ার হোসেন।

অবরোধ চলাকালে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল, জেলা জামায়াতের নায়েবে আমির সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মহাম্মদ ইসাহাক,  বিএনপি নেতা শামশুল হক গানু, সুজনের জেলা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, নাগরিক কমিটির সভাপতি মোহাম্মদ বাদশা ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, শিল্প ও বণিক সমিতির সহসভাপতি খাইরুল ইসলাম, ঠিকাদার তৌহিদুর রহমান, শাহনেয়াজ খান সিনা প্রমুখ।

বক্তারা রাজশাহী থেকে যেসব আন্তনগর ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়, সেসব ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালুসহ রহনপুর রেলবন্দর, আমনুরা জংশন রেলস্টেশন, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন আধুনিকীকরণে দাবি জানান। তাঁরা বলেন, এটা চাঁপাইনবাবগঞ্জবাসীর প্রাণের দাবি। দাবি মেনে নেওয়া না হলে আগামী দিনে কঠোর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে।

পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। রেল অবরোধে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।