• Tuesday, May 21, 2024

ইকবাল-ওবাইদুল-রবিউল-হেলাল পরিষদের সংবাদ সম্মেলন

  • Sep 12, 2018

Spread the love

-জেলা ঠিকাদার সমিতির নির্বাচন –

চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির নির্বাচনে অবৈধ ভোটার সন্নিবেশ ও অনিয়মের অভিযোগে বুধবার ইকবাল-ওবাইদুল-রবিউল-হেলাল পরিষদ সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আব্দুস সবুর, ওবায়েদ পাঠান ও ইকবাল-ওবাইদুল-রবিউল-হেলাল পরিষদ থেকে নির্বাচিত আবুল কালাম আজাদ।

শহরের সোনার মোড়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওই পরিষদের সভাপতি পদের প্রার্থী ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, ঠিকাদার না হওয়ার পরও আহবায়ক কমিটি গঠণতন্ত্র না মেনে ৬০ থেকে ৬৫ জনকে ভোটার করেছে। ইকবাল বলেন-আমি নির্বাচনের আগেও বলেছিলাম এখনও বলছি অবৈধ ভোটারদের সমিতি থেকে বাদ দিতে হবে এবং গত ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচন দিতে হবে।

ইকবাল হোসেন জানান, ইতোমধ্যে নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধানের কাছে নির্বাচন বাতিল চেয়ে গত ১১ সেপ্টম্বর মঙ্গলবার আপিল করেছি এবং একটি গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রণয়ন করে পুনর্নিবাচন দেয়ার দাবি জানিয়েছি।

নির্বাচনের আগে কেন প্রতিবাদ করা হয় নি এবং আপনারা নির্বাচন বয়কট করেন নি কেনো-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইকবাল বলেন-বলা হয়েছিল কিন্তু তারা আমার কথায় গুরুত্ব দেন নি।