• Wednesday, July 2, 2025

জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য চাঁপাইনবাবগঞ্জে দোয়া মাহফিল

  • Jul 01, 2025

Share With

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১জুলাই) বিকাল ৫ টায় চাঁপাইনবাবগঞ্জ সেন্টু মার্কেটের সামনে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশের জামায়াতে ইসলামীর অসংখ্য নেতাকর্মীকে হত্যা,গুমসহ নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিলো। কিন্তু জামায়াতে ইসলামীকে দমানো জায়নি, প্রতিটা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলো।

তিনি বলেন, দেশের বিচারব্যবস্থা, আইনশৃঙ্খলা বাহিনী  দলীয়করণ করা হয়েছিলো। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছিলো। আর এইভাবে প্রতিটি স্তরকে ধ্বংস করা হয়েছিলো যার মাধ্যমে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিলো ফ্যাসিস্ট হাসিনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র নজরুল ইসলাম, সাবেক নায়েবে আমীর ও সাবেক এমপি লতিফুর রহমান, জেলা নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, পৌরসভার নায়েবে আমীর শফীক এনায়েতুল্লাহ।