• Sunday, September 14, 2025

নির্বাচনে কেউ সামান্য পক্ষপাতিত্ব দেখালেই ব্যবস্থা : ইসি সানাউল্লাহ

  • Aug 10, 2025

Share With
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

রবিবার (১০ আগস্ট) দুপুরে নির্বাচনে নারী প্রার্থীদের জন্য সরকারি তহবিল বিষয়ে একটি অনুষ্ঠানে বক্তব্যকালে এমনটা জানান তিনি।

নির্বাচন ভণ্ডুলের চেষ্টা ছাড়াও ফলাফলকে দুর্বল করা ও নির্বাচনের স্বচ্ছতাকে নষ্টের চেষ্টা হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ভঙ্গুর প্রতিষ্ঠানগুলো তাদের ভাবমূর্তি উদ্ধারে সচেতন। আর মানুষের মধ্যে ভোট নিয়ে প্রত্যাশা তৈরি হচ্ছে, যা ইতিবাচক।

তবে মানুষের অসহিষ্ণুতায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে দেশের ইমেজ নষ্ট হচ্ছে, যার প্রভাব নির্বাচনে পড়বে বলে মনে করেন তিনি।তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়ে ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। কেউ সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে ইসি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।