• Saturday, September 13, 2025

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসবের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

  • Sep 01, 2025

Share With

ঐতিহ্যবাহী নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাই স্কুল) এর গৌরবময় ৯০ বছর পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

‘এসো মিলি প্রাণের টানে, ৯০ বছর উদযাপনে’- এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (২৯ আগষ্ট) বিকেলে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে, নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তণ শিক্ষার্থী ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক, রাজনীতিক-সমাজসেবী ইসরাইল সেন্টু, প্রাক্তণ শিক্ষার্থী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ কোর্টের পিপি (পাবলিক প্রসিকিউটার), বিশিষ্ট আইনজীবী আবদুল ওদুদ, প্রাক্তণ শিক্ষার্থী ও চাঁপাইনবাবগঞ্জ আদিনা সরকারি কলেজের অধ্যক্ষ, গবেষক-লেখক, প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, প্রাক্তণ শিক্ষার্থী ও ৯০ বছর পূর্তি উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ৯০ বছর পূর্তি উৎসব উদযাপন কমিটির সমন্বয়কারী ও নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান।

প্রাক্তণ শিক্ষার্থী ও ৯০ বছর পূর্তি উৎসব উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুর রহমান রাকিব, পূর্তি উৎসব উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পূর্তি উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব আমিনুল হক আবির, প্রাক্তণ শিক্ষার্থী ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, পূর্তি উৎসব উদযাপন কমিটির সদস্য, স্মরণিকা উপ-কমিটির আহ্বায়ক মাহবুবুল ইসলাম ইমন (গবেষক-লেখক, সাংবাদিক ও উদ্যোক্তা), প্রাক্তণ শিক্ষার্থী ও নবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেকসহ স্থানীয় বিভিন্ন পেশাজীবী-বিশিষ্ট ব্যক্তিবর্গ, ৯০ বছর পূর্তি উৎসব উদযাপন কমিটি ও বিভিন্ন উপ-কমিটির সদস্যবৃন্দ এবং নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শতাধিক প্রাক্তণ শিক্ষার্থী এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।