• Sunday, November 2, 2025

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নারীদের ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার

  • Sep 16, 2025

Share With

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নারীদের ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের একটি পার্টিসিপেশন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সেমিনারে কারিগরি সহায়তা প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গঠিত ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ ট্রাষ্ট, বাংলাদেশ নামে একটি গবেষণা প্রতিষ্ঠান। সেমিনারে প্রায় আড়াইশত গ্রামীণ নারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা অংশ নেন।

ডাইসিন গ্রুপ, ঢাকার অঙ্গপ্রতিষ্ঠান সাইফুন্নেসা মকবুল দাতব্য চিকিৎসালয়ের সার্বিক তত্বাবধানে, ভোলাহাটের পল্লীমঙ্গল বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটে অনুষ্ঠিত সেমিনারে ক্যান্সার প্রতিরোধ ও এই বিষয়ে সচেতনতার ক্ষেত্রে ঘাটতিগুলো বোঝা এবং সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে নারীদের চ্যালেঞ্জগুলোর উপর জোর দেয়া হয়।

সেমিনারে গ্রামীণ নারীদের সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন সাইফুননেসা মকবুল দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক, ডাইসিন গ্রুপ (ঢাকা), এর চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী মোহাম্মদ মিজানুর রহমান। ক্যান্সার প্রতিরোধ ও এই বিষয়ে সচেতনতা নিয়ে বক্তব্য দেন ইউনেস্কোর প্রকল্পের পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের সহযোগি অধ্যাপক ড.মুস্তাক ইবনে আইয়ুব, সহ-পরিচালক ও একই বিভাগের অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন।

সেমিনারে ক্যান্সার সম্পর্কিত বিস্তারিত তথ্য উপস্থাপন করেন একই বিভাগের প্রভাষক কানিজ ফাতেমা। তিনি নারীদের স্তন  ও জরায়ুমুখ ক্যান্সার নিয়ে বিশদ আলোচনা করেন। সেমিনারে আরও বক্তব্য দেন, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিশেষজ্ঞ মোসফিকা কাওসারী লিসা ও সাইফুন্নেসা দাতব্য চিকিৎসালয়ের চিকিৎসক আব্দুর রবসহ  সংশ্লিস্টরা।