• Sunday, May 19, 2024

শিবগঞ্জে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থানের সভা

  • Sep 17, 2018

Spread the love

স্টাফ রিপোর্টার :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থানের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভার আয়োজন করেন উপজেলা সমাজসেবা অফিস।

সভায় উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নুরুন নাহার, দুলর্ভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু, কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার উপজেলা ফিন্ড অফিসার তোহিদুল আলম টিয়াসহ অন্যরা। সভায় উপজেলাকে সম্পুর্নরূপে ভিক্ষুকমুক্ত করতে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়।

এছাড়া প্রতিটি ভিক্ষুককে পুর্নবাসন অথবা বিকল্প কর্মসংস্থানের পরিকল্পনা হাতে নেয়া হয়। সভায় প্রতিটি ইউনিয়নে একটি করে কমিটি গঠনের উদ্যোগে নেয়া হয়।